দীপাঞ্জন দত্ত, দিনহাটাঃ 
SFI ও DYFI এর প্রগতিশীল পুস্তক বিপনীকে সামনে রেখে  NRC এর বিরুদ্ধে জন মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন কবি শুভাশিস দাশ অধ্যাপক ,জয়দীপ সরকার, শিক্ষক জয়ন্ত চক্রবর্তী, নাট্যব্যক্তিত্ব তথা শিক্ষক অনির্বাণ নাগ, বামপন্থী শিক্ষক আন্দোলনের অন্যতম নেতৃত্বে বীরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, SFI  নেতা প্রনয় কার্জী ,আকিক হাসান প্রমুখ। 
NRC কে নিয়ে প্রত্যেক বক্তা তাদের নিজের মত করে বক্তব্য রাখেন এবং তাদেরকে সংগঠনের পক্ষ থেকে একটি করে চারাগাছ প্রদান  করা হয়।