Latest News

6/recent/ticker-posts

Ad Code

আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট ময়নাগুড়ি ব্লকে



মধুসূদন রায়, ময়নাগুড়ি, ১৪ই অক্টোবর : আজ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ী ২ নম্বর গ্রাম পঞ্চায়েত অঞ্চলের সংলগ্ন এলাকা কামাড়ের বাড়ির ফুটবল খেলা মাঠে আট দলিয় নকআউট ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলায় আয়োজন করে S.B.P.U
চ্যাম্পিয়ন ট্রফি স্বগীয়া ছায়ারাণী দত্ত ও রানার্স ট্রফি স্বগীয় প্রশন্ন কুমার রায় ের স্মরণে। 
জানা যায় গত ১৪ই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট খেলা ।
কামাড়ের বাড়ি S.B.P.Uএর সদস্য গৌতম বর্মন জানান বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আজকের আট দলিয় খেলার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত করি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মাননীয় শ্রী পূর্ণদেব রায় মহাশয় ও অন্যত্র সমাজ সেবকেরা। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রামবাসী,এলাকাবাসী ও S.B.P.Uএর সকল সদস্যরা ।
আজ চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলায় একদিকে ভগৎসিং ক্লাব জলপাইগুড়ি ও অপর দিকে ডেঙ্গুয়ার ঝাড়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে প্রথম চ্যাম্পিয়ন ট্রফী জিতে নেয় জলপাইগুড়ির ভগৎসিং ক্লাব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code