সংবাদ একলব্যঃ

খট্টিমারি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে দুর্গা পূজা উপলক্ষে বস্ত্র বিতরণ কর্মসূচী হলও আজ। উপস্থিত ছিলেন বাজারের জমিদাতা গুলমন্ত বর্মন, ব্যবসায়ী সমিতির সভাপতি বিমল রায়, সহ সভাপতি দিলীপ বর্মন, সম্পাদক বিজু চন্দ, সহ সম্পাদক দুলাল বর্মন, কোষাধ্যক্ষ দেবদাস বর্মন প্রমুখ।

সভাপতি বিমল রায় জানান- পূজায় সবাই নতুন পোশাকে আনন্দে মেতে উঠবে, এই আশায় দুস্থ মানুষদের পাশে আমরা দাঁড়িয়েছি। আগামীতেও থকবো। প্রায় শতাধিক ব্যক্তিকে পূজার পোশাক দেওয়া হয় বলে জানিয়েছেন কোষাধ্যক্ষ।