উত্তরের গুণী সুজন হিমি মিত্র রায় 
শুভাশিস দাশ 


যে হাত শব্দ নিয়ে খেলা করে সেই হাতেই তুলির টানে সেই শব্দেরা ছবি হয় । তাঁর গল্পের যেমন গাঁথুনি তেমনি ছবিও কথা বলে । এই মুহুর্তে উত্তরের যে কজন কথা শিল্পী ছোটো বড় মাঝারি ম্যাগাজিন ও কাগজের সাহিত্যের পাতা দখল করে আছেন তাঁদের মধ্যে একজন হিমি মিত্র রায় । 
শৈশবেই ছবি আঁকার নেশা তাঁকে পেয়ে বসেছিল । মনের অজান্তেই ছবি আঁকার সাথে কখন গল্প লেখা শুরু হয়ে গেলো তা আর মনে পড়ে না । 
গল্পের নানা দিকে তাঁর বিচরণ থাকলেও রহস্য গল্পেও তাঁর হাতের জাদু আমাদের ভাবায় । অতি সম্প্রতি তাঁর একটি বই বেরিয়েছে ' সব গল্পই প্রেমের নয় ' ! বই টি ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে । 
হিমি র লেখনী আরো এগিয়ে চলুক , তুলির টানে ছবি প্রাণ পাক এই শুভ কামনা আমাদেরও !