সংবাদ একলব্য, কলকাতা, ১০অক্টোবর ২০১৯: বাঙালির সেরা পূজো দূর্গা পুজো। আর সেই পুজোতে নারী শক্তি পুরস্কার নিয়ে নতুন অভিযানে হাজির হয়েছিল উল্লাস মিডিয়া ও প্রোডাকশন। পাওয়ারড' বাই এসএসডি ভেঞ্চার। কলকাতা শহরের ১৪০ টি পূজো প্যান্ডেলের মধ্যে সেরার সেরা ৪০ টি পূজোকে দেওয়া হল নারী শক্তি পুরস্কার। সমাজে নারীদের প্রতি শ্রদ্ধা জানাতে এই পদক্ষেপ।
আমাদের সমাজে বহু মহিলা রয়েছেন, যারা নিজেরা বহু স্ট্রাগল করে নিজেদের জায়গায় আজ প্রতিষ্ঠিত। সেই সমস্ত মহিলাদের প্রতি শ্রদ্ধা জানাতে এই পুরস্কার। বাঙালির সবচেয়ে বড়ো উৎসবে কলকাতা শহরে এই নতুন অভিধান কে স্বাগত জানায় সবাই। পূজোর ষষ্টী থেকে নবমীর দিন অবধি চলেছে এই নারী শক্তির পুরস্কার দেওয়া। উপস্থিত ছিলেন পরিচালক সুব্রত শর্মা, প্রযোজক অমিত আচার্য্য, কলকাতার জনপ্রিয় মডেল ঐশ্বর্য মন্ডল, বিশিষ্ট অতিথি বরুন সেনগুপ্ত, জয়িতা ঘোষ।
কলকাতার সেরার সেরা পুজোকে দেওয়া হল সম্মান ও পুরস্কার।
1 মন্তব্যসমূহ
good but rectifications needed
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊