ধুপগুড়ির অনন্তের পর একাধিক ধর্ণা কান্ড দেখেছে উত্তরবঙ্গ। এবার উত্তরবঙ্গের একদম প্রান্তিক শহর দিনহাটায় প্রেমিকাকে বিয়ের দাবিতে ধর্ণায় বসে শিমুল রায় সন্ধ্যা ৭ টার দিকে। প্রেমিকের বাড়ি দিনহাটার পুটিমারিতে। মেয়ের বাড়ি দিনহাটা ভিলেজ ১ এর গড়কুড়ায়। প্রেমিকার নাম রাখি রায়।
ধর্ণার আধ ঘন্টা যেতে না যেতেই মেয়ের বাড়ির লোক আলোচনায় বসে । এবং কথায় বলে 'মিয়াঁ বিবি রাজি তো কেয়া করেগা কাজি' আর এখানে হলও তাই। চার হাত এক হবে আজকেই।
দেখুন দুজনকে -
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊