সন্তু দে, আলিপুরদুয়ারঃ 
সুদূর কলকাতা থেকে উওরবঙ্গ ও ভুটান বেড়াতে আসে দিলীপ কুমার সরকার। অবসরপ্রাপ্ত পুলিশকর্মি ছিলেন তিনি।  তাঁর সাথে ছিল তার স্ত্রী,পরিজন ও বন্ধুরা।  আগামীকাল কলকাতা ফেরবারও কথা ছিল, কিন্তু আর ফেরা হলও না।  
আজ সকাল সাতটা নাগাদ হৃদরোগে আক্রান্ত হলে মাদারিহাট গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার জন্য নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে।  
ময়নাতদেন্তর জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর বিকেল সাড়ে চারটা নাগাদ মৃতদেহ বাড়ির লোকের হাতে তুলে দেওয়া হয়। দিলীপ বাবুর শ্বশুর বাড়ি আলিপুরদুয়ারে থাকায় তাঁর শেষকৃত্য আলিপুরদুয়ার শোভাগঞ্জ শ্মশানে সম্পন্ন করা হয়।