উত্তরের গুণী সুজন দেবব্রত চাকী
শুভাশিস দাশ
উত্তরের একটি ব্যতিক্রমী পত্রিকা উত্তরপ্রসঙ্গ যাঁর হাতে প্রাণ প্রতিষ্ঠা পেয়েছে তিনি কোচবিহারের কৃতী সন্তান দেবব্রত চাকী । সাহিত্যের সাথে সেই ছোট থেকেই যোগযোগ ।
প্রাবন্ধিক দেবব্রত চাকীর উত্তর প্রসঙ্গ পত্রিকা আজ সাহিত্য মহলে সমাদৃত । কোচবিহার টু কলকাতা তাঁকে চেনেন সাহিত্য মহলের মানুষজন ।
তিনি নিয়মিত লিখে চলেছেন ছোট বড় এবং দৈনিক পত্রিকায় । তথ্য মূলক রচনা থেকে গবেষণা ধর্মী লেখায় এই মুহুর্তে এক উজ্জ্বল নাম দেবব্রত চাকী ।
উত্তরের নানা ইতিহাস খ্যাত বিষয় তাঁর কলমে উঠে এসেছে সাবলীল ভাবে ।
তাঁর কলম এবং পত্রিকা চলুক বহুদিন এই শুভ কামনা রইলো আমাদের ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊