ওকড়াবাড়ী, ২৯ই অক্টোবর: যেখানে দেশের অর্থনৈতিক ব‍্যবস্থা তলানিতে, বিদ‍্যুৎ সাশ্রয়ে চারিদিকে আওয়াজ ওঠে তখন রাস্তারধারের ল‍্যাম্পপোস্ট গুলো জ্বলেই থাকে। এমনি ঘটনা দেখা যায় মাঝে মাঝেই। 
ওকড়াবাড়ী বাজারে ক-মাস আগেই রাস্তায় বসানো হয়েছে ল‍্যাম্পপোস্ট। কিন্তু, শুধু রাতেই নয় এখন দিনের বেলাতেও তা জ্বলতে দেখা যায় প্রায়ই। এ নিয়ে কোনো হেলদোল নেই উর্ধ্বতন কর্তৃপক্ষের। সন্ধ‍্যাবাতির আলো যেন দিনের সূর্যের সাথেই আলো দিয়েই চলছে। আবার কখনো কখনো তা রাতেও বন্ধ থাকে নয়তো সমস‍্যা দেখা যায় আলো দিতে। 
উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কিভাবে এড়িয়ে যায় তা নিয়ে প্রশ্ন উঠছে বিশিষ্ট মহলে। এলাকার কিছু শিক্ষিত যুবক এ নিয়ে সামান‍্য গর্জে উঠতেও সাহস দেখালেও লাভ হয়নি! পেশায় গৃহশিক্ষক ও সমাজসেবী সংস্থা "সার্কেল" এর সদস‍্য  মনিরুজ্জামান বলেন,  "দু এক দিনের কথা নয়, প্রায়ই এমন দেখা যায়। যেখানে দেশজুড়ে নানা সমস‍্যা জর্জরিত, আর্থিক অনাটনে ডুবন্ত আর রেলসহ অনেক কিছু বেসরকারীকরনে ব‍্যস্ত তখন এরুপ অবস্থায় উর্ধ্বতন কর্তৃপক্ষের সজাগ থাকা উচিত বলেই মনে করি।"