Latest News

6/recent/ticker-posts

Ad Code

নির্বিঘ্নে সম্পন্ন হল CIRCLE আয়োজিত YPTRC মেধা পরীক্ষা




সংবাদ একলব‍্য, দিনহাটা, ২০ই অক্টোবর: সীমান্তবর্তী এলাকা দিনহাটার কিছু শিক্ষিত যুবকের স্বপ্নের সংস্থা CIRCLE আয়োজিত YPTRC পরীক্ষা আজ কোচবিহার জেলাজুড়ে মোট ১৩টি সেন্টারে নির্বিঘ্নে সম্পন্ন হল। কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার কিছু সংখ‍্যক ছাত্র ছাত্রী নিয়ে প্রায় ২০০০ হাজার পরীক্ষার্থী এদিন এই পরীক্ষায় বসে।  ওকড়াবাড়ী আলাবকস উচ্চ বিদ‍্যালয়, গিতালদহ উচ্চ বিদ‍্যালয়, জোড় পাকুড়ি উচ্চ বিদ‍্যালয়, দিনহাটা সোনীদেবী জৈন উচ্চ বিদ‍্যালয়, নাজিরহাট হরকুমারী উচ্চ বিদ‍্যালয়, সাহেবগঞ্জ উচ্চ বিদ‍্যালয়, বুড়িরহাট প্রানেশ্বর উচ্চ বিদ‍্যালয়, ঝড়াবাড়ি উচ্চ বিদ‍্যালয়, চামটা আদর্শ উচ্চ বিদ‍্যালয়, শীতলকুচি বেসিক জুনিয়ার স্কুল, বারোমাসিয়া উচ্চ বিদ‍্যালয়, পুন্ডিবাড়ী চন্দন চৌওড়া বিদ‍্যাসাগর বিদ‍্যামন্দির ও কোচবিহার মহারাজা নৃপেন্দ্র নারায়ন উচ্চ বিদ‍্যালয়ে এদিন এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলভাষে, পরীক্ষা নিয়ামক ও CIRCLE সংস্থার CEO আরিফ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, স্বপ্নের সফলতা কে না চায়? চায় সবাই। সেন্টার ইন চার্জ, ইনভিজিলেটর, এক্সটারনাল অফিসার ও ফ্লাইং অফিসার মহাশয়দের হার্দিক সহযোগিতায় ১৩টি সেন্টারে নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন হল। এজন‍্য সকলকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন‍্যবাদ। কোচবিহার জুড়ে আগামী দিনে এই পরীক্ষার আয়োজন করবার জন‍্য সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code