মধ্যপ্রদেশের বিজেপি নেতা গোপাল ভার্গব  অংগনওয়ারি কেন্দ্রে বাচ্চাদের ডিম খাওয়ানোর প্রতিবাদ করে জানান- ভারতের যে সনাতন সংস্কৃতি আছে সেখানে আমিষ নিষিদ্ধ - যদি ছোটবেলা থেকেই আমিষ খাবার খাওয়া হয় তাও বড় হয়ে একদিন নর খাদক হয়ে যেতে পারে।