আজ টুইটে প্রধানমন্ত্রী জানান, তিনি তাঁর দিন শুরু করছেন জাতির জনকের সমাধিস্থল রাজঘাটে গিয়ে তাঁকে শ্রদ্ধা জানিয়ে। মহাত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি লেখেন, "আজকের দিনে আসুন আমরা সবাই স্মরণ করি বাপুজিকে। তাঁর স্বপ্ন সফল করার শপথ নিই। কীভাবে অহিংস আন্দোলনের মাধ্যমে তিনি স্বাধীনতা এনেছিলেন স্মরণ করব তা এবং তাঁর আদর্শই হবে উন্নত ভারত গড়ার পাথেয়।" দেখুন সেই টুইট---
राष्ट्रपिता महात्मा गांधी को उनकी 150वीं जन्म-जयंती पर शत-शत नमन।— Narendra Modi (@narendramodi) October 2, 2019
Tributes to beloved Bapu! On #Gandhi150, we express gratitude to Mahatma Gandhi for his everlasting contribution to humanity. We pledge to continue working hard to realise his dreams and create a better planet. pic.twitter.com/4y0HqBO762
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊