সংবাদ একলব্যঃ 
কোচবিহার জেলার একটি অন্যতম গ্রামীন বাজার বলরামপুর। এই বাজারের উপর একটা বৃহৎ এলাকার মানুষ নির্ভরশীল। কিন্তু এই বাজারের চৌপথি থেকে বাজারের ভিতর যাবার রাস্তাটি এতটাই বেহাল যে,যা সামান্য বৃষ্টি হলেই চলাচলের অযোগ্য হয়ে ওঠে। অথচ এই রাস্তা ধরেই বেশিরভাগ ছাত্রছাত্রীকে যেতে হয় নিত্যদিন বলরামপুর হাই স্কুল ও গ্রাম পঞ্চায়েত কার্যালয়,পাশাপাশি মন্দির।এছাড়া ধান,মাছ মাংস, সবজি সব কেনাবেচার প্রয়োজনে এই রাস্তা ধরেই আসা যাওয়া করতে হয়। স্থানীয় সবজি বিক্রেতা তপন বর্মনের কথায় একটু বৃষ্টি হলেই তাদের জীবন অতীষ্ঠ হয়ে ওঠে,তার কথায় ভোটের সময় সবাই প্রতিশ্রুতি দেয়, ভোট মিটে গেলেই কাজের কিছু নেই। পথ চলতি নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় দোকানদারের কথায় মুখে উন্নয়নের অনেক কথাই শুনি, কিন্তু কাজের কাজ কিছু হয়না। 
মূলত জলনিকাশি ব্যবস্থা না থাকাতেই এই পরিস্থিতি। স্থানীয় প্রশাসনের কোনো হেলদোল নেই এই বিষয়ে। কবে এই সমস্যার সমাধান হয় ,এই অপেক্ষায় আপমর জনসাধারণ।