সংবাদ একলব্য :উওর দিনাজপুরের ইসলামপুর থেকে শিলিগুড়িগামী বাসে এক মধ্যম বয়সি লোক রামগঞ্জে যাওয়ার জন্য দাঁড়িয়ে যাচ্ছিলেন।লোকটির বাপাশে বসা সিটে দুটি মেয়ের গায়ের মাঝখানে হাতটি রেখে বিকৃত মানসিকতার লোকটি ছোঁয়া উপভোগ করছিলো।তারা প্রতিবাদ করে।পিছনে বসা একটি ছেলে সেই মেয়ে দুটির পাশে দাঁড়িয়ে প্রতিবাদ ও ভিডিও করে।সেই সাহসী যুবকের ভিডিও সোস্যাল দুনিয়ার ভাইরাল হয়েছে।সেই সাহসী যুবকটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মেয়ে দুটি।দেখুন সেই ভিডিওটি


 ।