গত শুক্রবার দিল্লি-লখনউ রুটে দেশের প্রথম বেসরকারি ট্রেন তেজস এক্সপ্রেস পরিষেবা চালু করল আইআরসিটিসি। এদিন লখনউ থেকে তেজস এক্সপ্রেসের যাত্রা শুরু করএন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যাত্রা শুরুর আগে তিনি ট্রেনের প্রথম দিনের সকল যাত্রীকে শুভেচ্ছা জানান। পাশাপাশি তিনি বলে, তাঁর আশা দ্রুতই দেশজুড়ে এই রকম একাধিক ট্রেন চালু করবে আইআরসিটিসি। বৃহস্পতিবারই নিউদিল্ল-কাটরা দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ'র হাতে। এরপরই এদিন যাত্রা শুরু করে তেজস।
নতুন তেজসে আছে একটি এসি একজিকিউটিভ চেয়ার কার ও ৯টি এসি চেয়ার কার। তেজসের টিকিটের সঙ্গে কথা মত যাত্রীদের বিনামূল্যে দেওয়া হয়েছে ২৫ লক্ষ টাকা বিমা। কামরায় আছে বিশেষ কলিং সিস্টেম। এছাড়া সফরের সময়ে পাওয়া যাবে চা, কফি ও অন্য খাবার। সব থেকে উল্লেখ যোগ্য বিষয়, ভারতীয় রেলের ইতিহাসে এই প্রথমবার তাহল, দেরি হলেই তেজস এক্সপ্রেসের যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়া হবে আইআরসিটিসি-এর তরফে। ইতোমধ্যেই ট্যুইট করে ঠিক এমন ঘোষণাই করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল।
Indian Army Fans বলে একটা জনপ্রিয় ফেসবুক পেজ প্রায় ১১ ঘন্টা আগে একটি পোস্টে জানায় -
"Tejas damaged by young India ." মুহুর্তে পোস্টটি ৯৬১ (সংবাদ লেখার সময়) শেয়ার হয়। তুমুল সমালোচনা শুরু হয়। দেখে নিন পোস্টটি-
কিন্তু ঘটনার সত্যতা যাচাই করতে গিয়ে আমাদের কাছে উঠে আসে এক নতুন তথ্য। যে ছবি দিয়ে সংবাদটি পরিবেশন করা হয়েছে সেটি ২০১৭ সালে মে মাসের ঘটনা। বর্তমানে এমন কোন ঘটনা ঘটেছে বলে জানা যায়নি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊