Latest News

6/recent/ticker-posts

Ad Code

অদিতির ফটোশ্যুট দেখিয়ে দিল প্রতিকূল পরিস্থিতিকেও হাসিমুখে জয় করা যায়



টানা বৃষ্টিতে পাটনা-সহ রাজ্যের অধিকাংশ জায়গা যখন জলমগ্ন। যখন মৃতের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে, যখন বন্যায় আটকে থাকা লোকজনদের উদ্ধার করছে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। তখন তারই মাঝে চলল ফটোশুট। যা নিয়ে প্রসংশায় পঞ্চমুখ নেটিজেনরা। 

গত ২৮ সেপ্টেম্বর পাটনার জলমগ্ন রাস্তায় হাঁটু জলে ছবি তুলতে ব্যস্ত অদিতি সিং।অদিতি পাটনার ন্যাশানাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজির ছাত্রী। হাইহিল, টকটকে লাল রঙের গাউন পরে জলে নেমে পড়েছে সে। ফোটোশুটের ছবি ফেসবুকে পোস্ট করে জানিয়েছে, বিহারের বর্তমান পরিস্থিতি কেমন তা তুলে ধরতেই এই ছবি তোলা হয়েছে। তারা হাসি মুখে বিপর্যয়ের মোকাবিলা করার বার্তা দিয়েছে। ফটোগ্রাফার সৌরভ অনুরাজ ও মডেল অদিতি সিং।


সোশাল মিডিয়ায় অদিতি সিং কে ‘পাটনার জলপরী’ বলেও ডাকা হচ্ছে। সোশাল মিডিয়ার একাংশ জানিয়েছে, ওই তরুণী আমাদের শিখিয়েছে কিভাবে প্রতিকূল পরিস্থিতিকেও হাসিমুখে জয় করা যায়!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code