সাতকুড়া বিবাদী মোড় যুব সংস্থার উদ্যোগে আজ অনুষ্ঠিত হল  বাসন্তীরহাট সৃষ্টি নৃত্য মঞ্জরী পরিচালিত অষ্টমী শিল্পী সন্ধ্যা। অনুষ্ঠানের উদ্বোধন করেন সৃষ্টি নৃত্য মঞ্জরীর শিক্ষিকা সুমিতা সরকার মহাশয়া। ছোট ছোট খুদেদের নিয়ে এক সুন্দর নৃত্য অনুষ্ঠানের মধ্যদিয়ে অষ্টমীর সন্ধ্যা  কাটাল বিবাদী মোড় যুব সংস্থা।
     এরপর ক্লাবের পক্ষ থেকে সৃষ্টি নৃত্য মঞ্জরীকে স্মারক সন্মান প্রদান করা হয়।