সংবাদ একলব্য, 27 সেপ্টেম্বর : শারদীয়ার প্রাক্কালে কচিকাঁচাদের মধ্যে সংস্কৃতিক মানোন্নয়ের লক্ষ্যে দিনহাটা 2 নাম্বার ব্লকের মহাকালহাট ধামে অনুষ্ঠিত হল সংস্কৃতিক অনুষ্ঠান l জ্ঞানদীপ শিশুনিকেতন এর পরিচালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন কিশামত দশ গ্রামের গ্রাম পঞ্চায়েত প্রধান মাননীয় শ্রী মনমোহন রায়, উপস্থিত ছিলেন বামনহাট এক নাম্বার গ্রাম পঞ্চায়েত প্রধান দীপক ভট্টাচাৰ্য, বিশিষ্ট শিক্ষক সৈকত সরকার, রামপ্রসাদ বর্মন, জগজিৎ বর্মন প্রমুখ l জ্ঞানদীপ শিশু নিকেতন এর প্রধান শিক্ষক প্রদীপ বর্মন জানান প্রতি বছর আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের সংস্কৃতিক মানোন্নায়ান এর উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন করে থাকি l দুদিন ব্যাপী এই অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক শিশু অংশগ্রহণ করে l