Sangbad Ekalavya: 
বুধবার সকাল থেকেই আকাশ মেঘলা। আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি অক্ষরেখা সক্রিয় হয়েছে যার জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ভারী বৃষ্টি হবে উত্তরের পাঁচ জেলাতেও। আগামী শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে উত্তরের জেলাগুলিতে।


আবহাওয়া দফতর সূত্রে খবর, মধ্যপ্রদেশে অবস্থান করছে একটি নিম্নচাপ। যা দীঘার ওপর দিয়ে বিস্তৃত হয়েছে। এ দিকে পুজোর মুখে নতুন করে নিম্নচাপ হওয়ার ফলে ব্যবসায়ী ও পুজো উদ্যোক্তাদের মধ্যে চিন্তার কারণ হয়ে উঠেছে। 

তবে দুর্গোৎসবের সময় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কি? কি বলছে আবহাওয়া দপ্তর?

৪ই অক্টোবর থেকে ১০ই অক্টোবর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস জারি করলো মৌসম ভবন। তাতে দেখা যাচ্ছে পুজোয় বৃষ্টির সেইরকম সম্ভাবনা নেই। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হলেও সেটা পুজোর আনন্দ মাটি করবে না। তবে আদ্রতাজনিত কারণে দিনে অস্বস্তি বজায় থাকবে। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, পুজোর সময় দিন এবং রাতের তাপমাত্রা সেরকম কোন পার্থক্য থাকবে না অর্থাৎ আবহাওয়া থাকবে সমভাবাপন্ন। উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া অনেকটা এই রকমই থাকবে।