অমিত সরকার, উত্তর দিনাজপুরঃ
জল অপচয় বন্ধে উদ্যোগী "জল ই জীবন"।স্বপ্নের জলপরি রা সেদিন আর জল খুজে পাবে না।মাদ্রাসার উদ্যোগে রহমানিয়া মাদ্রাসার খুদে ছাত্রছাত্রীরা এই জল বাচাও করমসূচী বরতমান অবস্থায় খুব প্রাসঙ্গিক।
খিদিরপুর রহমানিয়া হাই মাদ্রাসার পক্ষ থেকে শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের (2ndsept 2019) বিদ্যালয়ের আসেপাশে , শিশুবাড়ি গ্রামের মধ্যে অবস্থিত পানীয় জল সরবরাহের ট্যাপ বিহীন ট্যাপ কল গুলোতে ট্যাপ বসানোর মাধ্যমে, পানীয় জল অপচয় রোধের ব্যবস্থা করা হয়েছিল। তার সাথে জল সংরক্ষণের গুরুত্ব ও অপচয় রোধের সুফল গ্রামবাসীদের বোঝানো হলো।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊