আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে এখানে ক্লিক করুন
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন
নিজস্ব প্রতিনিধি, হাওড়া, ১৯শে সেপ্টেম্বর ২০১৯ঃ আজ দুপুরে হাওড়া ময়দান থেকে নবান্ন অভিযান কর্মসূচি ছিল কম্পিউটার শিক্ষকদের। দীর্ঘ্য ১৯ মাস থেকে কোন রকম বেতন না মেলায় নিজেদের দাবি-দাওয়া আদায় করতে গিয়ে ফের ‘পুলিশি জুলুমে’র মুখোমুখি হলেন ৩২ জন কম্পিউটার শিক্ষক। কম্পিউটার শিক্ষকরা দাবি করেছিল তাঁদের ১৯ মাসের বেতন দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং পরবর্তীতে সঠিক সময়ে বেতন দেওয়ার ব্যবস্থা করতে হবে৷ আরও জানান কম্পিউটার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তাঁদের অগ্রাধিকার দিতে হবে৷ অন্তত ৬০ বছর পর্যন্ত চাকরি নিশ্চিত করা সহ বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা দেওয়ার দাবি তুলে আজ হাওড়া ময়দান থেকে নবান্ন অভিযানের ডাক দেন ন্যাশনাল স্কিল ইন্ডিয়া ন্যাশনাল স্কুল অরগানাইজেশন সেন্ট্রাল প্রাইভেট লিমিটেড নিয়োজিত কম্পিউটার শিক্ষকদের একাংশ৷ নবান্ন অভিযানের বিষয়ে আগাম অনুমতি নেওয়া হলেও আজ ফের তাঁদের রাজপথে আটকে দেওয়া হয় বলে অভিযোগ তুলেছেন কম্পিউটার শিক্ষকদের একাংশ৷ তবে জলকামান কিংবা কাঁদানি গ্যাস ছোড়ার মতো কোনও পরিস্থিতি তৈরি না হলেও পুলিশ বলপূর্বক আন্দোলনকারীদের গ্রেপ্তার করেছে বলে অভিযোগ৷
আন্দোলনকারীদের অভিযোগ, ন্যাশনাল স্কিল ইন্ডিয়া প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের অধীনে নিয়োগ করা হয়েছে৷ নিয়োগের আগে তিন মাসের একটি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়৷ প্রশিক্ষণের জন্য ৩৫ হাজার টাকা করে নেওয়া হয়েছিল৷ চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে প্রশিক্ষণ দেওয়ার পর স্কুলে নিয়োগ করা হয় বিভিন্ন স্কুলে৷ কিন্তু প্রশিক্ষণ করানোর পর বহু চাকরিপ্রার্থীকে আজও নিয়োগ করা হয়নি বলে অভিযোগ৷ প্রশিক্ষণ করানোর পর ৩৫ হাজার টাকা করে নেওয়া হলেও তাঁদের নিয়োগ না হওয়ায় জারি হয়েছে জটিলতা৷
অভিযোগ, প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে ৬০০ জন চাকরিপ্রার্থীকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরের বিভিন্ন স্কুলে নিয়োগ করা হয়৷ ৮০০ জনের মত প্রশিক্ষণপ্রাপ্ত চাকরিপ্রার্থীকে কোনও স্কুলে নিযুক্ত করা হয়নি৷ কিন্তু স্কুলে নিয়োগ হওয়ার পর প্রথম কয়েক মাস ঠিকঠাক বেতন মিললেও পরে আর ঠিকঠাক ভাবে বেতন দেওয়া হয়নি যার ফলে ১৯ মাসের বকেয়া পরে যায়ে তাদের বেতন, এই নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন কম্পিউটার শিক্ষকদের একাংশ৷ বিনা পারিশ্রমিকে টানা ১৯ মাস ধরে কাজ চালিয়ে যাচ্ছেন বলেও জানিয়েছেন তাঁরা৷ এর জন্য কেন্দ্রীয় সরকারও সমান ভাবে দায়ী বলে অভিযোগ তাঁদের৷
মূলত ১৯ মাসের বকেয়া বেতনের দাবি ও স্থায়ীকরণের দাবিতে আজ মুখ্যমন্ত্রী দ্বারস্থ হওয়ার চেষ্টা করেছিলেন প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার শিক্ষকদের একাংশ৷ কিন্তু মুখ্যমন্ত্রী দিল্লি সফরে থাকলেও আজ নবান্ন অভিযান বানচাল করে দেয় পুলিশ৷ ডেপুটেশন কর্মসূচি থাকলেও চাকরিপ্রার্থীদের রাজপথেই আটকে দেওয়া হয়৷ শেষ পাওয়া খবর, এখনও পর্যন্ত ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা৷
এই প্রসঙ্গে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সাধারণ সম্পাদক মইদুল ইসলামের বলেন, ‘‘বর্তমান সময়কালে পেশাগত দাবিতে ও বঞ্চনার প্রতিবাদে যাঁরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করছেন, তাঁদের জলকামান, লাঠিচার্জ, মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হচ্ছে৷ আসলে শাসকদল ভয় পাচ্ছে৷ শিক্ষক আন্দোলনকে ওঁদের ভয়৷ আমাদের আরও শক্তিশালী আন্দোলনের জেদ আরও বাড়িয়ে তুলছে৷ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ এই ঘটনার তীব্র নিন্দা করছে৷ প্রয়োজনীয় সমস্ত আইনি ব্যবস্থা করা হচ্ছে৷’’
(সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, নিউজফিড থেকে সরাসরি সংগৃহীত)
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊