আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে এখানে ক্লিক করুন


সংবাদ একলব্যঃ আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস উদযাপন হল শামুকতলা লোকনাথপুর হাই স্কুলে। আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হয় এই কর্মশালা। উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক কৌশিক দে, আরও ছিলেন সান্তনু দে, রোহিত কর, সুমি মিএ প্রমূখ। 

সম্পাদক কৌশিক দে বলেন "এখানে বিষধর সাপ দেখা যায় গোখড়ে, কেউটে, কালাজ ও শাখামুটি। এছাড়া উওরবঙ্গে আর ২ দুই ধরনের কালাজ দেখা যায়, কৃষ্ণ কালাজ ও সিন্ধু কালাজ। এই ধরনের সাপেদের কামড়ের পর ১০০ মিনিট খুব গুরুত্বপূর্ণ, কারন এই ১০০ মিনিটের মধ্যে সঠিক চিকিৎসা না নিলে সাপের কামড়ে আক্রান্ত রুগীর মৃত্যু অনিবার্য। তাই সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব সরাসরি হাসপাতালে যেতে হবে। আম্বুলেসের জন্য সময় নস্ট করবেন না প্রয়োজনে রোগীকে বাইকে মাঝে বসিয়ে পিছনে ধরে নিয়ে যান।" তিনি আরও বলেন- "সাপের কামড়ে আর মৃত্যু নয়। কোথায় হাত বা পা দিচ্ছেন দেখেই নিন আগে। পা ঢাকা জুতো পরুন মশারী টাঙান, চলার পথ ও শৌচালয়ে যথেষ্ট আলো চাই, কোন হাসপাতালে সাপের কামড়ের চিকিৎসা আছে, আজই জেনে রাখুন।"