সংবাদ একলব্য, ১৪ সেপ্টেম্বর :
মোহনবাগান ক্রিকেট দলের হয়ে মাঠে নামছে বড় শাকদলের সায়ন দেব l বড় শাকদলের বালিকা বন্দরের ছেলে সায়ন নিগামনগর নিগমানন্দ সারস্বত বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশুনা করেছিল l পড়াশুনাতে প্রথম শ্রেণীর ছাত্র হয়েও ক্রিকেট খেলাকে সে বেশি অগ্রাধিকার দেয় l ব্যাট ও বলে সমান পারদর্শী সায়ন অনেক দিন থেকেই চেষ্টায় ছিল বড় সুযোগের l জেলার হয়ে অনেক খেলেও বড় সুযোগ পায়নি, অবশেষে মোহনবাগান ক্রিকেট টিমের হয়ে মাঠে নামছে সায়ন l সায়ন জীবনের আসল লক্ষ্য হলো অলরাউন্ডার হিসেবে ভারতের জাতীয় দলে অংশগ্রহণ করা l এলাকাবাসী তার এই সাফল্যে উচ্ছসিত, তাঁদের দাবী গ্রাম বাংলায় অনেক প্রতিভা রয়েছে, উপযুক্ত সুযোগ এর অভাবে প্রতিভাগুলো হারিয়ে যাচ্ছে l
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊