Latest News

6/recent/ticker-posts

Ad Code

১০ বছর পর ফিরে দেখা চিলাপাতার 'মনের মানুষ' পিকনিক স্পট

Sangbad Ekalavya:
২০০৯ সালে ডিসেম্বর মাসে আলিপুরদুয়ার বন্যপ্রান বিভাগের চিলাপাতা রেঞ্জের বানিয়া নদীর ধারে বাংলা সিনেমা ‘মনের মানুষের’ শ্যুটিং হয়। এই শুটিং নিয়ে এক উন্মাদনা তৈরি হয় স্থানীয় মানুষদের মধ্যে। বানিয়া বস্তি হয়ে যায় 'মনের মানুষ'। ছুটির দিন গুলিতে বানিয়ার শীতল জলে শান্ত হতে চলে আসেন আশেপাশের মানুষেরা কিংবা শীত পরতেই শুরু হয় পিকনিক। 'মনের মানুষ' সিনেমাকে কেন্দ্র করেই গড়ে ওঠা পিকনিক স্পটে এখন পর্যটকদের আসাযাওয়া লেগেই আছে। বানিয়াবস্তির মানুষেরা গাছের কাঠ সংগ্রহ না করে এখানকার লজিং ব্যবসায় যুক্ত হয়েছেন। জীবন-জীবিকাতে এসেছে পরিবর্তন। 
১০ বছর পর আমরা নিয়ে যাচ্ছি- সেই জায়গায়, যেখানে 'মনের মানুষ' সিনেমার শ্যুটিং হয়েছিল -

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code