টেবিলের উপর সাজানো মোবাইল। হাতুড়ির এক এক ঘায়ে ভেঙে চলেছেন শিক্ষক। সামনে জড়োসড়ো হয়ে বসে মোবাইল-নিধন দেখছে ছাত্রীরা। তারটাও যে ভাঙবে একটু পরেই! বিষন্ন মুখে তারই প্রতীক্ষা।
কর্নাটকের এমইএস চৈতন্য পিইউ কলেজের এমন একটি ভিডিও সোশ্যাল ভিডিও ভাইরাল হয়েছে। জানা গেছে, হাতুড়ি দিয়ে মোবাইলের দফারফা করছিলেন যিনি, তিনি আদতে কলেজেরই প্রিন্সিপাল। নাম আরএম ভাট। মোবাইল-সমেত ক্লাসে ধরা পড়লে বকাঝকা, মামুলি শাস্তি ঠিক আছে। তাই বলে একেবারে মোবাইল ভেঙে খানখান, এ কেমন বিচার? সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন অনেক নেটিজেনই।
দেখুন সেই ভিডিও-
WATCH: A college principal in Karnataka smashes cellphones seized from students with hammer. #Karnataka https://t.co/5Iaghon2Nc pic.twitter.com/0r1XRxIUj6— TOI Mangaluru (@TOIMangalore) September 14, 2019
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊