পাখি ও গাছ
মাথুর দাস

পাখি পুষলাম  খাঁচায় ভরে টিয়া  মুনিয়া ময়না,
জল দিলাম  দানা দিলাম   কেউই কথা কয় না ;   
দিলাম খুলে  খাঁচাখানা
রইলো পড়ে পানি দানা,
সব পাখিরা ফিরলো গাছে খাঁচা যে তার সয় না ।