সংবাদ একলব্য, বড়শাকদল, ১৯ সেপ্টেম্বর:
দিনহাটা ৩নং চক্র সম্পদ কেন্দ্রের অন্তর্গত বড়শাকদল আর আর প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল EGRaN (Early Litarecy and Numeracy Programme) বিষয়ক কর্মশালা। গত তিন দিন ধরে চলছিল এই কর্মশালা। বিশেষত প্রাথমিকে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীদের পঠন ও গণিতে দক্ষতা বিকাশের জন্য এই শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা। দিনহাটা ৩নং চক্রের ষোলোটি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালার KRP ছিলেন মাননীয় সঞ্জয় মোদক ও ফরিদুজ জামান মহাশয়।