রঞ্জিত ঘোষ ,বাঁকুড়া ১৩সেপ্টেম্বর : 
বাঁকুড়া এবং শিল্পনগরী দুর্গাপুরের সঙ্গে  একমাত্র সংযোগ মাধ্যম হলো ' দুর্গাপুর ব্যারেজ ' ।এই  ব্যারেজের ওপর অনেকাংশে নির্ভরশীল বাঁকুড়াবাসি ।এই সেতুর ওপর দিয়ে  বাঁকুড়া থেকে বিবিন্ন পণ্যসামগ্রী নিয়ে আসা হয় দুর্গাপুরে ।  বর্তমানে ব্যারেজটির সংস্কার  চলছে ,  ফলে ব্যারেজের রাস্তার এক দিকের লেন  বন্ধ রাখা হয়েছে ।  এরফলে তীব্র যাঞ্জটের কবলে পড়ছেন সাধরণ মানুষ ও নিত্যযাত্রীরা   ।  স্থানীয় প্রশাসনের তরফে জানানো হচেছ , গত ৯ ই সেপ্টেম্বর থেকে আমরা ব্যারেজের রাস্তাসারাইয়ের কাজ শুরু করেছি , খুব দ্রুততার সঙ্গে কাজ চলছে এবং আগামী ১৪সেপ্টেম্বরের মধ্যে কাজ সম্পূর্ণ হয়ে যাবে । বর্তমানে যাত্রীবাহী বাস, দু চাকা ও চারচাকা ছোটগাড়ি  ছাড়া  ভারী পণ্যবাহী গাড়িগুলির যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে । রাস্তাসারাইয়ের কাজ সম্পূর্ণ হলে পরিস্থিতি স্বাভাবিক হবে ।