সুইডেনের বছর ষোলর কিশোরী গ্রেটা। তার ডাকেই পরিবেশ বাঁচাতে জোট বেঁধেছে পৃথিবী। একেবারে রাস্তায় নেমে। তার ডাকে পথে নামছে বাংলাও। ২০ সেপ্টেম্বর শুক্রবার, পৃথিবীর ৪০০ শহরে পালিত হবে ‘জলবায়ু ধর্মঘট’ বা ‘ক্লাইমেট স্ট্রাইক।’ গলে যাচ্ছে বরফ। ক্রমশ বেড়ে চলেছে সমুদ্রের জল। দূষণের মাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রতিদিন। তাই পরিবেশ বাঁচাতে এই অভিনব উদ্যোগ।
গত বছর সবে তখন সুইডেনের সাধারণ নির্বাচন শেষ হয়েছে। ২০ অগস্ট, শুক্রবার হঠাৎ এই মেয়েটি সুইডেনের পার্লামেন্টের সামনের ফুটপাথে প্ল্যাকার্ড হাতে বসে পড়ে। একাধিক অভিযোগ তার। সঙ্গে দাবিও। তার অভিযোগ, বড়রা কেউ চায়না ছোটরা ভালো থাকুক। প্ল্যাকার্ডে গ্রেটা লেখে, “আমরা এখনও অনেকদিন বাঁচব। কিন্তু পৃথিবী বাঁচবে কি? দূষণ আর উষ্ণায়নে পৃথিবীর মৃত্যু ডেকে আনছ তোমরা।” তোমরা কারা? ষোল বছরের মেয়েটার আঙুল পৃথিবীর সমস্ত রাষ্ট্রনায়কদের দিকে। তার বক্তব্য, “ওই ‘পলিসি মেকারদের’ জন্যই এই দুর্গতি আমাদের। ছোটদের।” গ্রেটা আরও বলে, “আমাদের ভোটে দাঁড়ানোর বয়স হয়নি। তোমরা জিতেছ। তাই তোমাদেরই ব্যবস্থা করতে হবে। করতেই হবে।”
গ্রেটাদের আহ্বান, রাস্তায় নামুক সকলে। দাবি তুলুক, পৃথিবীকে তিলেতিলে মারা বন্ধ করুন। পরবর্তী প্রজন্মকে বাঁচতে দিন। পৃথিবীকে খুন করার বিরুদ্ধে আওয়াজ তুলুন। শুধু স্কুল পড়ুয়া নয়। ফ্রাইডেস ফর ফিউচার আবেদন করেছে, ওই দিন অফিস আদালত সব জায়গা থেকে বেরিয়ে অন্তত কিছুটা সময় পরিবেশ বাঁচানোর দাবি নিয়ে মানব শৃঙ্খল তৈরি হোক দুনিয়ার প্রান্তে প্রান্তে। আওয়াজ যাক রাষ্ট্রপুঞ্জের পরিবেশ বিষয়ক অধিবেশনে।
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের নেতৃত্বে বাংলার দু’হাজার স্কুলের ছাত্রছাত্রীরা ওই দিন অংশগ্রহণ করবে ‘জলবায়ু ধর্মঘটে।’ সংগঠনের নেতা তথা বিজ্ঞানকর্মী তপন সাহা বলেন, “আমাদের সংগঠনের সবকটি ইউনিট এই কর্মসূচি নিয়ে প্রচার করে চলেছি গত বেশ কয়েক সপ্তাহ ধরে। সারা দুনিয়ার মতো এ রাজ্যেও কয়েক হাজার ছেলে-মেয়ে সামিল হবে ধর্মঘটে।”
আগামী কাল বিশ্ব ব্যাপী জলবায়ু ধর্মঘটর সমর্থন এ সারাদেশের সাথে সাথে দিনহাটাতেও প্রচারে নামলো SFI । এদিন দিনহাটা শহরের সব স্কুলে আগামী কালের জলবায়ু ধর্মঘট সমর্থন করার আহ্বান জানিয়ে  প্রধান শিক্ষকের কাছে আবেদন পত্র জমা করে SFI । এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন SFI কোচবিহার জেলা কমিটির সহ সম্পাদক অংশুমালী রায়, SFI দিনহাটা আঞ্চলিক কমিটির সম্পাদক টুটুল সরকার, সৌভিক দে সহ অন্যান্য নেতৃত্ব।