উত্তরবঙ্গের মোহময়ী প্রাকৃতিক সৌন্দর্য ভ্রমন পিয়াসী মানুষদের বারবার আকৃষ্ট করে। তার উপর যদি ডুয়ার্স হয়, তাহলে তো কোন কথাই নেই। আলিপুর দুয়ার জেলা সদর থেকে ২০ কিমি দূরে ডুয়ার্সের একটি অন্যতম পর্যটন কেন্দ্র চিলাপাতা।
এই বনটি জলদাপাড়া ও বক্সা জাতীয় উদ্যানের মধ্যবর্তী হাতি করিডোর। এই বনে বিভিন্ন প্রজাতির জীবজন্তু দেখা যায়। আগে গণ্ডার দেখা যেত-এখন এখানে গণ্ডার দেখা না গেলেও চিতাবাঘ দেখা যায়। রাভা উপজাতির মানুষেরা এই জঙ্গল থেকে জ্বালানি সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে।
এখানকার প্রধান পর্যটনের আকর্ষণ হল নলরাজার গড়। এটি খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীতে গুপ্ত যুগে নির্মিত স্থানীয় নল রাজাদের দুর্গ।
চিলাপাতাকে ঘিরে গড়ে উঠেছে বেশ কিছু সরকারি এবং বেসরকারি রিসর্ট। যেখানে থেকে সহজেই চিলাপাতা অরণ্যে কাটান যেতে পারে অবসর।
গত মাস থেকে বন্ধ ছিল চিলাপাতা। বন্যপ্রাণদের প্রজননের সময় ১৬ই জুন থেকে ১৫ই সেপ্টেম্বর।তাই জঙ্গলে পর্যটকদের প্রবেশ বন্ধ ছিল। আজ মহাকালের পূজার মধ্যদিয়ে পর্যটনের শুরু হলও চিলাপাতায়।
চিলাপাতাকে ঘিরে গড়ে উঠেছে বেশ কিছু সরকারি এবং বেসরকারি রিসর্ট। যেখানে থেকে সহজেই চিলাপাতা অরণ্যে কাটান যেতে পারে অবসর।
গত মাস থেকে বন্ধ ছিল চিলাপাতা। বন্যপ্রাণদের প্রজননের সময় ১৬ই জুন থেকে ১৫ই সেপ্টেম্বর।তাই জঙ্গলে পর্যটকদের প্রবেশ বন্ধ ছিল। আজ মহাকালের পূজার মধ্যদিয়ে পর্যটনের শুরু হলও চিলাপাতায়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊