অমিত সরকারঃ
একবিন্দু রক্ত বাঁচিয়ে দিতে পারে একটি মানুষের জীবন। কোন জ যারা স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচাচ্ছেন তাদেরসহ সাধারণ জনগণকে রক্তদানে উৎসাহিত করাই এ দিবসের উদ্দেশ্য।
এমনই এক রক্তদান শিবিরের আয়োজন করেছিল আজ রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজে। সেখানে ম্যাথ ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে আয়োজন করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত 50 অধিক রক্তদাতাদের রক্ত দান করেছে ছাত্রদের মধ্যে রক্তদান এমন উৎসাহ দেখে উজ্জীবিত নানা মহল। এবং শিক্ষক সম্প্রদায় বলেছেন ভবিষ্যতে এধরনের আরো অনুষ্ঠান তারা করতে আগ্রহী। যাতে সমাজের ক্ষেত্রে তাদের বার্তাটি সঠিকভাবে দেওয়া যায়।
প্রতিবছর ৮ কোটি ইউনিট রক্ত স্বেচ্ছায় দান হয়, অথচ এর মাত্র ৩৮ শতাংশ সংগ্রহ হয় উন্নয়নশীল দেশগুলো থেকে, যেখানে বাস করে বিশ্বের মোট জনসংখ্যার ৮২ শতাংশ মানুষ। এ ছাড়া এখনো বিশ্বের অনেক দেশে মানুষের রক্তের চাহিদা হলে নির্ভর করতে হয় নিজের পরিবারের সদস্য বা নিজের বন্ধুদের রক্তদানের ওপর, আর অনেক দেশে পেশাদারি রক্তদাতা অর্থের বিনিময়ে রক্ত দান করে আসছে রোগীদের।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊