আবির্ভাব
বিদুষী পাল
শঙ্খ ঘন্টার আর্তনাদে,শুভলগ্নে শুভক্ষণে
তুমি নারী রূপে আবির্ভূত
যে সে নারী নও তুমি;
অসুরমর্দিনী, দশভূজা দেবীরূপে;
তোমার আবির্ভাব।
আজ কোথায় তুমি?
অসুররূপী ধর্ষকদের মর্দনকারী!
তুমি তো আসো বছর বছর,
তুমি তো তোমার নারীত্ব দেখাও না?
কোথায় তুমি আজকের নারী?
ধর্ষকমর্দিনী; বসুধাকম্পমানী।
কোথায় তুমি? জাগাও তোমার নারীত্ব!
কোথায় তোমার তেজালো আগুনের শক্তি?
পৃথিবী আজ তোমার মতো কাউকে চায়...
তুমি জাগবে কবে?
কবে দেখাবে তোমার মহিমা?
তোমার জন্য অপেক্ষারত আজকের সমাজ,
তুমি জাগো; জাগাও তোমার শক্তিকে
দেখাও তোমার শান্ততার মাঝের প্রবল শক্তিকে,
পৃথিবী চায় তোমায়,
তুমি আবার দেবীর মতো দেখাও তোমার আবির্ভাব।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊