Sangbad Ekalavya: 
সোমবার, অর্থাৎ আজ সারা দেশে সাড়ম্বরে পালিত হচ্ছে গণেশ চতুর্থী । আজ ভগবান গণেশের  জন্মতিথি। স্বাভাবিক ভাবেই এই হিন্দু উৎসবকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা ক্রমে বাড়ছে। ভাস্কররা অনেকেই তৈরি করেছেন পরিবেশ-বান্ধব গণেশ মূর্তি , যা তৈরি হয়েছে পচনশীল ও জলে দ্রবণীয় উপাদানে। কর্নাটকের মাঙ্গালুরুর নীতিন ভজ একটি গণেশমূর্তি তৈরি করেছেন কাগজের মণ্ড ও বীজ দিয়ে, যা পরে গাছ হিসেবে বেড়ে উঠবে। তিন‌ি এতে কোনও বিষাক্ত উপাদান বা রং লাগাননি। নীতিন জানাচ্ছেন, ‘‘এগুলি তৈরি হয়েছে পুরনো খবরের কাগজ ও বই থেকে মণ্ড তৈরি করে তার সাহায্যে। আমরা কোনও বিষাক্ত রং বা কোনও বিষাক্ত উপাদান ব্যবহার করিনি। এই মূর্তিতে সবজি ও ফলের বীজ রয়েছে। একে জলে বিসর্জন দেওয়ার পর এর থেকে গাছ বেরোবে।''
তিনি আরও বলেন, ‘‘এবছর আমরা ৩০-৪০টা গণেশ মূর্তি তৈরি করেছি। মাঙ্গালুরুতে এবছর এই মূর্তির খুব বিরাট চাহিদা ন‌েই। কিন্তু আমাদের আশা, আগামী বছরে তা বাড়বে।''




(সংবাদ একলব্য এই  সংবাদ সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)