সংবাদ একলব্য, ২৮শে সেপ্টেম্বর ২০১৯ঃ অভিনয় আর্ট মিশন এবং বিবেকানন্দ আর্ট মিশন এর যৌথ উদ্যোগে কোচবিহার ডাওয়াগুড়িতে অনুষ্ঠিত হল অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন এবং মেধা যাচাই অনুষ্ঠানের।  উক্ত অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ দিলিপ কুমার মল্লিক, দিনহাটার চিত্র শিল্পি প্রসেঞ্জিৎভৌমিক সহ আরও অনেকে। নাচ, গান এবং আবৃতির মধ্যদিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।