Sangbad Ekalavya:
আগামী ৫ ই সেপ্টেম্বর ২০১৯,শিক্ষক দিবসের দিনেও বেতন বৈষম্যের বিরুদ্ধে ও মহামান্য হাইকোর্টের রায় দ্রুত কার্যকর করে অবিলম্বে  গ্র‍্যাজুয়েট টিচারদের জন্য নির্ধারিত ট্রেনড গ্র‍্যাজুয়েট টিচারস স্কেল চালু করা,ও গভঃ এইডেড/স্পনসরড স্কুলের টিচারদের কেরিয়ার এডভ্যান্সমেন্ট স্কিম এর আওতাভুক্ত করার দাবীতে একগুচ্ছ প্রতিবাদ কর্মসুচী নেওয়ার পরিকল্পনা করেছে বৃহত্তর গ্র‍্যাজুয়েট টিচারস এসোসিয়েশান সংক্ষেপে বিজিটিএ। ঐ দিন স্কুলের অনুষ্ঠানের আগে ও পরে কালো ব্যাজ পরে প্রতীকী বিক্ষোভ দেখাবেন তারা।
প্রসঙ্গত গত ৩০ শে আগষ্ট কলকাতার রাজা সুবোধ মল্লিক স্কয়ার থেকে এই একই দাবীতে প্রায় কুড়ি হাজার গ্র‍্যাজুয়েট /মাদ্রাসা শিক্ষক শিক্ষিকাদের নিয়ে মহা মিছিল বের করে বিজিটিএ। মিছিল শেষ হয় রানী রাসমনি এভিনিউ তে। সেখানে তারা একটি সভার আয়োজন ও করে। এই সভাতে কবি মান্দ্রাকান্তা সেন থেকে শুরু করে প্রায় সমস্ত শিক্ষক সংগঠনে যেমন বিজেপি শিক্ষাসেলের দীপল বিশ্বাস, প্রাক্তন এস এস সি 'র চেয়ারম্যান চিত্তরঞ্জন বাবু,এবিটিএ'র সাধারণ সম্পাদক সুকুমার পাইন, এস টি এ 'র বিশ্বজিৎ বাবু, বি টি ই এ'র স্বপন মণ্ডল প্রমুখ ও  বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক রাজু মুখার্জি, গ্র‍্যাজুয়েট শিক্ষক তথা মাননীয় সাংসদ শ্রী জগন্নাথ সরকার অধ্যাপক তরুন নষ্কর বিজিটিএ'র দাবীর সপক্ষে ভাষন দেন। বাদ যান নি বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী মহাশয় ও। এই সমাবেশের পোষাকি নাম দেওয়া হয়, "মান্যতা সমাবেশ"।  এই সমাবেশের অভাবনীয় সাফল্যের পর ই বেছে নেওয়া হয়েছে ৫ই সেপ্টেম্বর দিনটি কে। ঐ দিন পশ্চিম বঙ্গের প্রতিটি জেলায় বিজিটিএ'পক্ষে সরকারী অনুষ্ঠান বয়কটের ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি ২ টোর পর থেকে জেলায় জেলায় আয়োজন করা হবে প্রতিবাদ কর্মসুচীর।বিজিটিএ'র রাজ্য সাধারণ সম্পাদক শ্রী সৌরেন ভট্টাচার্য  এই প্রসঙ্গে বলেন, " গ্র‍্যাজুয়েট টিচাররা শুধুমাত্র পশ্চিমবঙ্গেই 'পাশ' নামে অবিহিত যা অত্যন্ত অসম্মানের এবং তাদের  নির্ধারিত স্কেল হওয়া উচিৎ ৯০০০-৪০৫০০ ও গ্রেড পে ৪৬০০ যা তারা পান না। এ ব্যাপারে অনেক আবেদন নিবেদন করা হলে ও তিনি কর্ণপাত করেন নি। এমন কি মহামান্য হাই কোর্ট এই বিষয়ে ব্যবস্থা নিতে বলে রিট অফ ম্যান্ডামাস জারি করলে ও সরকারের কোন হেলদোল  নেই।তাই আমরা শিক্ষক দিবসের সমস্ত রকম সরকারী অনুষ্ঠান বয়কটের পাশাপাশি ঐ দিনেই প্রতিবাদ কর্মসুচী জারী রাখব। সরকার আশু ব্যবস্থা না নিলে বিজিটিএ আরো বৃহত্তর আন্দোলনে নামবে"
সংগঠনের রাজ্য সভাপতি ধ্রুবপদ ঘোষাল বলেন, সরকার আমাদের দুর্বল ভাবলে ভুল করবেন। প্রতিটি জেলার বিজিটিএ 'র গ্র‍্যাজুয়েট শিক্ষক শিক্ষিকা রা ক্ষুব্ধ।আগামী ৫ ই সেপ্টেম্বর তারা বিক্ষোভ প্রদর্শন করবেন।আগামীদিনে ন্যায্য পাওনা না পেলে সারা রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।"