বানিয়াদহ নদীর মাছ এখন স্মৃতির মিউজিয়ামে
শুভাশিস দাশ

ছোটবেলায় বাবার হাত ধরে দিনহাটা চওড়াহাটের মাছ বাজারে যেতাম মাছ কিনতে ,বাজারে ঢোকার মুখেই মাছ বিক্রেতা চেঁচিয়ে বলতো বাবু এত্তি আইসো বানিয়াদ'র মাছ আঁচে হামার টে ! একদম টাটকা মাছ ট্যাঙ্ রা ,মোয়া ,বোরালী ,খোলসে পুঁটি l
বাড়িতে প্রায় সেসব মাছ আসত l অনেক বড় হয়েও দেখেছি সেসব মাছ l
যে নদীর মাছের কথা বললাম সেই নদীর নাম বানিয়াদহ l দিনহাটা মহকুমার বাসন্তীহাট অঞ্চলের পাশ দিয়ে বয়ে গেছে এই নদীটি l দিনহাটা শহরের পাঁচ কিমি পুবে অবস্থিত বাসন্তিরহাট এক সময় এই নদী কেন্দ্রিক ছিলো l এই নদীকে কেন্দ্র করেই এখানকার আর্থসামাজিক পরিকাঠামো গড়ে উঠেছিল l এখানের বেশির ভাগ মানুষই এই নদীর মাছ মেরে জীবিকা নির্বাহ করতো l নদীর দুপাশের জমিতে ফসল ফলাতে এই নদীর জল ব্যাবহার করা হতো l
দেখতে দেখতে কেমন করে নদীর দুপাশ দখল হয়ে গেলো মানব সভ্যতার কব্জায় l
বারোমাস এই নদী ছিলো জল ভরা l বর্ষায় ফুলে ফেঁপে উঠতো এই নদী l নদী ক্রমশ বুঁজে যাওয়ায় এবং নাব্যতা কমে যাওয়ায় বর্ষাতেও এই নদীর জল ধারণ ক্ষমতা কমে গেছে ফলে আশপাশের জমির জল সেচ ব্যহত হচ্ছে ফসলের মরশুমে l অবিলম্বে এই নদী সংস্কারের দাবী উঠেছে l