অমিত সরকারঃ
বালুরঘাটে "আতশ" গোষ্ঠীর পরিচালনায় একটি আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী এর অনুষ্ঠান হয়ে গেল গত 6 সেপ্টেম্বর থেকে 8 সেপ্টেম্বর। পর্যন্ত অনুষ্ঠানটির উদ্বোধন করেছেন কলকাতা গভমেন্ট আর্ট এন্ড ক্রাফট কলেজ এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মৃণাল ক্রান্তি গায়েন।
এছাড়াও উপস্থিত ছিলেন মিলন হল তাপস রায়, পরেশ ঘোষ, মিনাল চক্রবর্তী, কৃষ্ণপদ মন্ডল, বিশ্বনাথ মহন্ত, প্রমুখ গণ্যমান্য শিল্পীগণ পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলা থেকে এসেছিলেন শিল্পীগণ তাদের শিল্প কার্য এর সৌন্দর্য তুলে ধরেছিলেন এই অনুষ্ঠানে।
কালিয়াগঞ্জ শ্রী কলোনির বাসিন্দা কৃষ্ণপদ বর্মন ও অন্য দুজন এই অনুষ্ঠানে তাদের শিল্পকর্ম তুলে ধরেছিলেন। মৃণাল কান্তি মহাশয় তার চিত্রকর্মের ভূয়সী প্রশংসা করেন প্রশংসা করেন। অনুষ্ঠানের অন্যতম শিল্পী কৃষ্ণপদ বর্মন জানিয়েছেন কালিয়াগঞ্জ এই ধরনের চিত্র প্রদর্শনীর আয়োজন করতে চান। এই বিষয়ে তিনি কালিয়াগঞ্জ এর পৌরপতি কার্তিক চন্দ্র পাল মহাশয় এর কাছে আবেদন জানিয়েছেন তিনিও এ বিষয়ে তাকে আশ্বাস দিয়েছেন এই ধরনের অনুষ্ঠান হলে কালিয়াগঞ্জ এর নবতম শিল্পীরা এবং খুদে শিল্পিরা যে আরো ভবিষ্যতে চলার পথের দিশারী খুঁজে পাবে এটাই বলাইবাহুল্য।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊