Latest News

6/recent/ticker-posts

Ad Code

উত্তরের গুনী সুজন অশোক কুমার ঠাকুর পর্ব-৯




উত্তরের গুনী সুজন অশোক কুমার ঠাকুর 
শুভাশিস দাশ 


উত্তরের হাতে গোনা যে কজন ছড়াকার আছেন তাঁদের একজন কোচবিহারের অশোক কুমার ঠাকুর। শুধু ছড়াকার বললে মস্ত ভুল হবে তিনি একাধারে একজন চিত্র শিল্পীও । তাঁর প্লাস পয়েন্ট ছড়ার সাথে ইলাস্ট্রেশন । তির্যক ছড়ার সাথে যে সব ছবি দেন তা সত্যিই অপুর্ব ! 
ছোট বেলা থেকেই এই দিকে ঝোঁক ছিল । স্কুল কলেজ অতিক্রম করে লেখালিখি এবং আঁকাও সমান তালে চালিয়েছেন । 
শিক্ষকতার সাথে এসব কর্ম নিয়ে একদম খোশ মেজাজে আছেন কবি , শিল্পী লেখক অশোক ঠাকুর।
উত্তরবঙ্গ তো বটেই পশ্চিমবঙ্গের অনেক ছোট বড় পত্রিকাতে তাঁর ছড়া ছবি প্রকাশিত হয় । 
তাঁর কলম চলুক , তুলির টানে জেগে থাক শিল্পের অঙ্গন এই শুভ কামনা আমাদেরও ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code