সেই আমি 
আরিফ হোসেন


সমাজ তোর বড্ড অসুখ 
সারাবার নেইকো ঔষধ 
আমি বিঁধে আছি তোর বক্ষ জুড়ে 
মরছিস তাই কুঁড়ে কুঁড়ে।


ঔষধ নামে রোগ আমি 
যত্নে শান্ত, দগ্ধে ঝলসে দেই যে দেহ। 


পরিত‍্যক্ত ভাষার ছোবলে 
অন্তঃপুরে রয়েছি প্রতীক বেশে
কেবল তোরা মৌখিকবেশ দিতেই ব‍্যস্ত 
নিজ মর্যাদা, সম্মান প্রদর্শনে।


যতই তোরা ঠাট্টা করিস আমায় ঘিরে
আমি ততই জ্বলছি অগ্নিশিখা হয়ে।