Latest News

6/recent/ticker-posts

Ad Code

এক অন্য রকম শনি মহারাজের আরাধনা


সংবাদ একলব্য, 7 সেপ্টেম্বর : দরিদ্র সেবাই নারায়ণ সেবা এই ব্রত নিয়ে শনি মহারাজের আরাধনার আয়োজন করেছে নিগমনগর বামনটারির সবুজ সংঘ l শনি পুজো আয়োজনের মধ্যে দিয়ে দূর্গা পূজার আগে পঞ্চাশ জনের হাতে নুতুন বস্ত্র তুলে দিলেন  প্রশান্ত দে, দেবদাস সিংহ, সঞ্জীব সিংহ, বিনয় সরকার, মিঠুন সাহা, সঞ্জীব সাহা, পাপাই ঘোষ, মোহন সাহা ও সংকর বর্মন প্রমুখরা l এই শনি পুজোকে উপলক্ষে করে এলাকায় উৎসবের আমেজের সৃষ্টি হয়েছে l সবুজ সংঘের 19 তম বর্ষে এই উদ্যোগে এলাকাবাসী স্বাগত জানিয়েছে এবং সবুজ সংঘের পাশে থাকার কথা বলেছেন l এই পুজোর উপলক্ষে ব্যাপক জনসমাগম হয় l পুজো শেষে কয়েক শত মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় l

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code