Latest News

6/recent/ticker-posts

Ad Code

মানুষ খেকো মাছ থেকে সাবধান!



সংবাদ একলব্যঃ সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হচ্ছে একটি ভয়ঙ্কর তথ্য। ছবিতে যে মাছটি দেখা যাচ্ছে এই মাছটি মাংসাশী । শোনাযায় যেখানে পিরানহা মাছ হয় সেখানে একটি মানুষ নামলে সর্বোচ্চ ১৫ মিনিট সময় লাগবে আস্ত মানুষটিকে হজম করতে।
অভিযোগ বর্তমানে অনেকেই চুপি চুপি এই মাছ পুকুরে চাষ করছে। আর সেই ভয়াবহ মাছগুলো ধরতে হয় পুকুরে বিষ ঢেলে। চেনার উপায় সামনের দাঁত গুলো অবিকল মানুষের দাঁতের মত। খাওয়ার পর যেসমস্ত রোগ হয় ১/ফুসফুস ক্যান্সার,২/ ব্রেন ক্যান্সার,৩/ স্ট্রোক। যদি কেউ এই মাছ বিক্রি করে, সরকারী বিধি মোতাবেক তাকে জেল,জরিমানা করার বিধান রয়েছে বলে জানা গেছে। অথচ প্রকাশ্য পুকুরের চাঁন্দা মাছ বলে সাধারণ জনগণকে বোকা বানিয়ে প্রশাসনের নাকের ডগায় বাজারে এই মাছ বিক্রি হচ্ছে বলে প্রচার হচ্ছে ।



ইন্টারনেট থেকে প্রাপ্ত-ছবি এবং তথ্যের সত্যতা যাচাই  করেনি সংবাদ একলব্য

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code