বিসর্জন ( একটি ছোট্ট গল্প )
CONCEPT & FACE: স্নেহা কর্মকার
২৮শে সেপ্টেম্বর ২০১৯
১. দেবীর আগমনীর সাথে সাথে পৃথিবীতে জন্ম নিলো আরো দুটি প্রাণ- উমা ও দেবশ্রী।
৪. নবরূপে নবসাজে "তিনকন্যা" ।।
৫. জীবনের প্রতিটি মুহূর্ত একসাথে চলতে চলতে আজ উমা , দেবশ্রী ও দেবী তিনে মিলে একাকার ।।
এইরকম পোশাক পড়ে বেহেল্লাপনা করলে ধর্ষণ তো হবেই!!!!!!!
আচ্ছা, দেবশ্রী না হয় এমন পোশাক পড়েছিল বলে তাকে ধর্ষিত হতে হয়েছে,, কিন্তু উমার কি দোষ ধরবেন?? ওহঃ এবার হয়তো বলবেন, এটাতো খুব ছোট্ট ঘটনা গ্রামে তো এমন ঘটেই।।
আসলে দোষটা এদের কারোরই না।। দোষটা হল আমাদের সমাজের চিন্তাধারার।। আপনার, আমার সবার বাড়িতেই বেড়ে উঠছে উমা, দেবশ্রী, পার্বতী, রূপশ্রীরা।।
প্রশ্ন একটাই, আবারও "বিসর্জন" হবে না তো?????
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊