![]() |
source: internet |
সংবাদ একলব্য, ৫ আগস্টঃ কোচবিহার জেলার প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ রাস্তায় রয়েছে নাকা চেকিংয়ের ব্যবস্থা। এছাড়াও প্রতিটি থানার পক্ষ থেকেই বিভিন্ন জায়গাতেই গাড়ির কাগজপত্র চেকিং হয়ে থাকে। সঠিক কাগজ না থাকলেই মোটা অঙ্কের টাকা জরিমানা দিতে হয়। পুলিশ সূত্রে জানা যায়- সাধারণত যে সমস্ত কাগজ দেখা হয় সেগুলি হল, রেজিস্ট্রেশন, পল্যুশন সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স এবং ভেহিকেল ইন্স্যুরেন্স।
ডিজিটাল ইন্ডিয়ার সুবাদে অনলাইনে ৫ মিনিটেই বাইক বা কার ইন্স্যুরেন্স করা যায়। প্রচলিত কয়েকটি ইনস্যুরেন্স কোম্পানি হল- Bajaj Allianz General Insurance Co. Ltd., Tata AIG General Insurance Co. Ltd., The Oriental Insurance Co. Ltd., The New India Assurance Co. Ltd., HDFC ERGO General Insurance Co. Ltd. প্রভৃতি। দুচাকার ক্ষেত্রে যেখানে ১৪০০-১৫০০ টাকা এবং চারচাকার ক্ষেত্রে যেখানে ২৪০০০-২৫০০০ টাকা ইন্স্যুরেন্সের জন্য ব্যয় করতে হয় সেখানে ৪০-৪০০ টাকায় কোচবিহারে মিলছে ইন্স্যুরেন্স সার্টিফিকেট।
গোপনসূত্রে খোঁজ নিয়ে জানা গেছে, পুরানো একটা ইন্স্যুরেন্স কপিতেই নতুন গাড়ির নাম্বার , নাম ইত্যাদি তথ্য কম্পিউটারে এডিট করে বসিয়ে প্রিন্ট করে দেওয়া হয়। আর এই জালিয়াতি ইন্যসুরেন্সে ছেয়ে গেছে সমস্ত কোচবিহার শহর। কোচবিহার শহরের বাসস্ট্যান্ড লাগোয়া কিছু কম্পিউটারের দোকানে এবং ভবানিগঞ্জ বাজারের কিছু দোকানে পাওয়া যায় এই নকল ইন্স্যুরেন্স সার্টিফিকেট। শুধু কোচবিহার শহরে নয় জেলা জুড়েই রয়েছে এই জাল চক্রের রমরমা ব্যবসা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊