উত্তরের গুনী সুজন শাঁওলি দে
শুভাশিস দাশ
আজকের যিনি গুনী সুজন তাঁকে নতুন করে চিনিয়ে দেবার প্রয়োজন হয় না । লিটিল ম্যাগ থেকে শুরু করে দৈনিক পাক্ষিক সাপ্তাহিক পত্রিকার অনেকটাই দখল নিয়ে বসে আছেন এই লেখিকা । শাঁওলি দে একাধারে কবি গল্প কার এবং কলামিস্ট ।
ছোট বেলা থেকেই লেখার একটা ঝোঁক ছিল । বাড়ির পরিবেশও তাঁকে অনেকটাই সাহায্য করেছে আজকের শাঁওলি দে হতে ।
ইতি মধ্যেই তাঁর কটা বই বেরিয়ে গেছে । অনেকগুলো ভালো সংকলনে তাঁর গল্প ছাপা হয়েছে । স্কুল শিক্ষিকা এই লেখিকা এই মুহুর্তে উত্তরের একজন স্বনামধন্য কবি গল্পকার ।
জলপাইগুড়ি র বাড়িতে বসে অনবরত লিখে চলেছেন তিনি । তাঁর কলম চলুক নিরন্তর । আমাদের শুভ কামনা রইলো ।
শুভাশিস দাশ
আজকের যিনি গুনী সুজন তাঁকে নতুন করে চিনিয়ে দেবার প্রয়োজন হয় না । লিটিল ম্যাগ থেকে শুরু করে দৈনিক পাক্ষিক সাপ্তাহিক পত্রিকার অনেকটাই দখল নিয়ে বসে আছেন এই লেখিকা । শাঁওলি দে একাধারে কবি গল্প কার এবং কলামিস্ট ।
ছোট বেলা থেকেই লেখার একটা ঝোঁক ছিল । বাড়ির পরিবেশও তাঁকে অনেকটাই সাহায্য করেছে আজকের শাঁওলি দে হতে ।
ইতি মধ্যেই তাঁর কটা বই বেরিয়ে গেছে । অনেকগুলো ভালো সংকলনে তাঁর গল্প ছাপা হয়েছে । স্কুল শিক্ষিকা এই লেখিকা এই মুহুর্তে উত্তরের একজন স্বনামধন্য কবি গল্পকার ।
জলপাইগুড়ি র বাড়িতে বসে অনবরত লিখে চলেছেন তিনি । তাঁর কলম চলুক নিরন্তর । আমাদের শুভ কামনা রইলো ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊