ছবি তুলেছেন- লিটন দাস
সংবাদ একলব্য, ৪ অগাস্টঃ আজ দেওচড়াই সন্তোষপুর চিকা সাধুর ঘাটপার ব্রিজ এর নিচে  এক অচেনা লোকের মৃতদেহ আটকে থাকতে  দেখা যায়। নদীর জলে ভাসতে ভাসতে মৃতদেহটি ব্রিজের নীচে থাকা নোংরা-আবর্জনার স্তূপে আটকে পড়ে বলে অনুমান করা হচ্ছে। জানা যায়, রাজ‍্য সরকারের পুলিশ কনস্টেবলের পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে অভিজিত বর্মন নামে এক যুবক মৃতদেহটিকে ভাসতে দেখে তুফানগঞ্জ পুলিশ স্টেশনে খবর দেয়। খুব দ্রুত পুলিশ এসে পৌঁছায়। কিছুক্ষনের মধ‍্যেই অভিযান চালিয়ে মৃতদেহটি ডাঙায় তোলা হয়। এখনও অবধি মৃতদেহের পরিচয় পাওয়া যায়নি । জানতেও পারা যায়নি মৃতদেহ কোথা থেকে কিভাবে এখানে এসে পৌছালো। মৃতদেহ মেলায় এলাকায় ব‍্যাপক চাঞ্চল‍্যের সৃষ্টি হয়েছে।