সংবাদ একলব্য,৮ আগস্টঃ  গতকাল বিকেলে তুফানগঞ্জ তৃণমূল কার্যালয় ভাংচুরের  অভিযোগ ওঠে বিজেপি সমর্থকদের ওপরে। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ বিজেপির একজন যুব নেতা সহ কয়েকজনকে  গ্রেপ্তার করে।   অভিযোগ সেই সময়ে পুলিশ পোস্ট অফিস এলাকায় জড় হয়ে থাকা কর্মীদের উপর লাঠি চার্জ করে। ঘটনায় ৩ বিজেপি কর্মী গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ। আহত বিজেপি কর্মীদের অবস্থা আশঙ্কাজনক হওয়ার বিজেপি নেতা প্রভাত বসাককে কোচবিহার সরকারী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।
বিজেপির যুব নেতাকে গ্রেপ্তারের পর পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। বিজেপি কর্মিদের বক্তব্য-  যুব নেতাকে পুলিশ  দলীয় কার্যালয় থেকে মারতে মারতে থানায় নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে BJPর আজ ধিক্কার মিছিল পালিত হয়,মহকুমা শাসককে স্মারকলিপিও দেওয়া হয়।