সংবাদ একলব্য, বারাসাত, ৫ আগস্টঃ গতকাল বারাসাত কলেজে " রেন ওয়াটার হার্ভেষ্টিং এবং গ্রাউন্ড ওয়াটার রিচার্জ " প্রকল্প নিয়ে আলোচনা এবং তাকে কার্য্যকর করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। এইদিন উপস্থিত ছিলেন বারাসাত কলেজের অধ্যক্ষ পার্থপ্রতীম দাশগুপ্ত, বড়োবাবু বিপ্লব সান্যাল, বারাসাত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সম্পাদক গনোজিৎ ভৌমিক, এই প্রকল্পের বিজ্ঞান মঞ্চের ইঞ্জিনীয়ার সুদীপ্ত চক্রবর্তী, সৌরভ চক্রবর্তী প্রমূখ। সৌরভ চক্রবর্তী জানান- "সারাদেশে তীব্র পানীয় জলসঙ্কট, ভূগর্ভস্থ জলস্তর ভয়াবহভাবে নেমে যাওয়ার সমাধান হিসেবে " বৃষ্টির জল সংরক্ষণ এবং ভূগর্ভস্থ জল ভান্ডার পূরণ " করার প্রচেষ্টার কোনও বিকল্প নেই।"