দীপ রায়, নদীয়াঃ  রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি জানালো নদীয়া জেলার কৃষ্ণনগরের রাধানগর এর জীবন  প্রেসিডেন্সির  আবাসনের চতুর্থ তলের আবাসিকেরা। আয়োজক শিক্ষিকা শ্রীমতি শিখা মন্ডল রায় । মনীষীর প্রতি সম্মান জানিয়ে মাল্যদান এর মাধ্যমে  অনুষ্ঠানের সূচনা হয়। আবৃত্তি,রবীন্দ্র সংগীত ,ছড়া ও নৃত্যে অংশগ্রহণ করেন  আবাসনের সদস্যরা । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবৃত্তিকার শ্রী সঞ্জীব বিশ্বাস, সংগীত শিল্পী শ্রীমতি সীমা বড়াল,নৃত্যকার ও  মন ক্যামেরা সাহিত্য পত্রিকার সম্পাদিকা শ্রীমতি রুপালী বিশ্বাস সহ অনেকে। উদ্যোক্তা শিখা দেবী বলেন 'রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন হয় মহা ধুমধাম করে কিন্তু আজকের এই বেদনার দিনে মনীষীকে যদি স্মরণ করতে না পারি তাহলে হৃদয় বড় কষ্ট হয়"।