ফাইল ছবি 
সংবাদ একলব্য,১১ আগস্টঃ
প্রাযুক্তা ফাউন্ডেশন। ছোট শিশুদের খেলনা এবং চকলেট তুলে দেওয়াই এই ফাউন্ডেশনের উদ্দেশ্য, যাতে শিশুরা আনন্দে থাকে। শিশুদের চিকিৎসার পাশাপাশি প্রয়োজন শিশুবান্ধব পরিবেশ। আর এই শিশুবান্ধব পরিবেশ তৈরিতে এগিয়ে এসেছে প্রাযুক্তা ফাউন্ডেশন।
আগামী ১৫ আগস্ট দিনহাটা মহকুমা হাসপাতালের শিশুবিভাগে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রাযুক্তা ফাউন্ডেশন  শিশুদের খেলনা এবং বিস্কুট সরবরাহ করবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের c.e.o সমাজকর্মি শ্রী সুদর্শন রায়।