ওয়েব ডেস্ক, ৬ই অগাস্টঃ কাশ্মীর নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্তের পরেই গ্রেফতার হল ওমর আবদুল্লা, মেহবুবা মুফতি ও সাজ্জাদ লোন। গত দু-তিন দিন ধরে কাশ্মীরে অতিরিক্ত সেনা মোতায়েন নিয়ে চারিদিকে চলছিল গুঞ্জন। জারি হয় ১৪৪ ধারা, গৃহবন্দি হয়ে পড়ে মানুষ। সোমবার কাশ্মীর ৩৭০ ধারা বাতিল ও কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষনার পরেই তাদেরকে গ্রেফতার করা হল। সূত্রের খবর মেহেবুবাকে শ্রীনগরে গ্রেফতার করে পুলিশ। কাশ্মীরে সেনা সংখ‍্যা বৃদ্ধির পর থেকেই মেহেবুবা রাজনীতি তে সক্রিয় হয়ে ওঠে। বিরোধী দলগুলি  নিয়ে তারই উদ‍্যোগে আব্দুল্লার শ্রীনগরে বাড়িতে বৈঠক করেছিলেন বলে জানা যায়। উল্লেখ‍্য, মেহবুবা বিজেপির সঙ্গে জোট করে এক সময় জম্মু-কাশ্মীরে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। কিন্তু গত বছর জুনে সেই জোট ভেঙে যায় ফলে পতন হয় সরকারের।